আপনারা কি কখনো ভেবেছেন? যে,
YouTube এ সর্বপ্রথম কোন চ্যানেলটি 100 K সাবস্ক্রাইবারস কমপ্লিট করে সিলভার প্লে বাটন পেয়েছিল?
অথবা কোন কোন চ্যানেল গুলো সর্বপ্রথম
1 Million অথবা 10 Million
সাবস্ক্রাইবারস কমপ্লিট করেছিল?
হয়তো আপনাদের মনে আগেও জেগেছিল এই প্রশ্নগুলি
কিন্তু সঠিক উত্তর খুঁজে পাননি।
কোন ব্যাপার না,
এখন আমি প্রশ্নগুলির সঠিক উত্তর আপনাদের দেবো।
তবে তার আগে এই ব্লগটিকে থেকে ফলো করতে ভুলবেন না।
------------------------
1. সর্বপ্রথম 100K বা সিলভার প্লে বাটন....
YouTube এ সর্বপ্রথম 100K অর্থাৎ এক লক্ষ সাবস্ক্রাইবারস কমপ্লিট করেছিল LisaNova নামক চ্যানেলটি।
তাই সাধারণভাবেই সর্বপ্রথম সিলভার প্লে বাটন পেয়েছিল এই চ্যানেলটি।
এই চ্যানেলটি শুরু হয় 2006 সালের 5 ই জুন। এবং এর বর্তমান সাবস্ক্রাইবারস সংখ্যা 515K এই চ্যানেলটি লাস্ট ভিডিও আপলোড করেছিল 2014 সালের 28 মে।
2. সর্বপ্রথম 1 Million বা গোল্ডেন প্লে বাটন....
YouTube এ সর্বপ্রথম 1 Million অর্থাৎ 10 লক্ষ সাবস্ক্রাইবারস কমপ্লিট করে
প্রথম গোল্ডেন প্লে বাটন এর অধিকারী হয়
FRED নামক চ্যানেলটি।
এই চ্যানেলটি শুরু হয় 2005 সালের 5 অক্টোবরে।
এর বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা 2.91 Million এবং এই চ্যানেলটি লাস্ট ভিডিও আপলোড করেছিল 2015 সালের 17 জুলাই।
3. সর্বপ্রথম 10 Million বা ডায়মন্ড প্লে বাটন....
YouTube এ সর্বপ্রথম 10 Million
অর্থাৎ এক কোটি সাবস্ক্রাইবারস কমপ্লিট করে ডায়মন্ড প্লে বাটন অর্জন করে
Smosh নামক চ্যানেলটি।
এর বর্তমান সাবস্ক্রাইবারস সংখ্যা
25.1 Million
চ্যানেলটি শুরু হয় 2007 সালের 19 নভেম্বর।
আর এটি এখনো একটিভ।
4. সর্বপ্রথম 50 Million বা রুবি প্লে বাটন.....
YouTube এ সর্বপ্রথম 50 Million
অর্থাৎ সাবস্ক্রাইবারস কমপ্লিট করে রুবি প্লে বাটন পায় PewDiePai নামক চ্যানেলটি।
এটির বর্তমান সাবস্ক্রাইবারস
সংখ্যা 104 Million+
এটি বর্তমানে সাবস্ক্রাইবারস দিক থেকে ইউটিউব এর দ্বিতীয় বৃহত্তম চ্যানেল।
এই চ্যানেলটি শুরু হয় 2010 সালের 29 এপ্রিল।
5. সর্বপ্রথম 100 Million বা রেড ডায়মন্ড
প্লে বাটন........
YouTube এ সর্বপ্রথম যে চ্যানেলটি 100 Million সাবস্ক্রাইবারস কমপ্লিট করে রেড ডায়মন্ড প্লে বাটন এর অধিকারী হয়
সেটি হল T-series
এর বর্তমান সাবস্ক্রাইবারস সংখ্যা 134 Million আর এই চ্যানেলটি শুরু হয় 2006 সালের 13 ই মার্চ।
বন্ধুরা ব্লগটি ভাল লাগলে অবশ্যই ফলো করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন।
0 Comments