বন্ধুরা,
আপনারা অনেকেই হয়তো জানেন যে, 
এক-একটা মাইলস্টোন কমপ্লিট করার পর
ইউটিউব তার ক্রিয়েটারদের বিশেষ বিশেষ কিছু পুরস্কার প্রদান করে।
ইউটিউবে মোট পাঁচ ধরনের পুরস্কার আছে।
নাম্বার 1 - সিলভার প্লে বাটন⤵
এই পুরস্কারটি 100 K  অর্থাৎ 1 লক্ষ সাবস্ক্রাইব কমপ্লিট হওয়ার পর দেওয়া হয়।
নাম্বারে 2- গোল্ডেন প্লে বাটন⤵
এই পুরস্কারটি 1Million  অর্থাৎ 10 লক্ষ সাবস্ক্রাইবারস কমপ্লিট হওয়ার পর দেওয়া হয়।
নাম্বার 3  - ডায়মন্ড প্লে বাটন⤵
এই পুরস্কারটি 10 Million অর্থাৎ এক কোটি সাবস্ক্রাইবারস কমপ্লিট হলে দেওয়া হয়।
নাম্বার 4 - রুবি প্লে বাটন
এই পুরস্কারটি 50 Million অর্থাৎ 5 কোটি  সাবস্ক্রাইবারস কমপ্লিট হলে দেওয়া হয়। 
নাম্বার 5 - রেড ডায়মন্ড প্লে বাটন⤵
এই পুরস্কারটি 100 Million  অর্থাৎ 10 কোটি সাবস্ক্রাইবার কমপ্লিট হলে দেওয়া হয়।
-----------------------------------------
🏁এগুলি ছিল ইউটিউব পুরস্কারের সম্পূর্ণ লিস্ট। ভালো লাগলে অবশ্যই ব্লগটিকে ফলো করবেন।
এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে লিখে জানাবেন।😁